
বিনামূল্যে ডাউনলোড করার মতো ৭টি কার্যকর ইংরেজি ব্যাকরণ বই
ইংরেজি গ্রামার বা ব্যাকরণ অনেকটাই গণিতের মতো।
গ্রামার বুক থেকে একটি নিয়ম শেখার পর আপনি নিয়মটি কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে ভাবতে থাকেন।
কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই এই নিয়মগুলো একইভাবে কাজ করে এবং সে ভাষার যেকোনো প্রকারের কথাবার্তায় এগুলো ব্যবহার করা যায়।
এ কারণেই পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি ব্যাকরণ বই অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার স্কুল জীবনের গণিত বইগুলোর সাহায্যে যেভাবে আপনি অংক করতেন, ইংরেজি ব্যাকরণ বইগুলো ঠিক সেভাবেই আপনাকে ইংরেজি ব্যাকরণের বিভিন্ন নিয়ম এবং সেগুলোর ব্যবহার শিখতে সাহায্য করবে।
চিন্তার কোনো কারণ নেই। এই আলোচনার মানে এই নয় যে ইংরেজি শেখার বিষয়টাও একদম আপনার গণিত ক্লাসের মতোই হতে হবে।
ইংরেজি ব্যাকরণ সঠিকভাবে শেখার জন্য অত্যন্ত ভালো কিছু বই রয়েছে, যেগুলো আপনি আপনার সুবিধামতো অবসর সময়ে পড়তে পারবেন। সেটি হতে পারে কোনো ক্যাফেতে অথবা আপনার বিছানায় শুয়ে।
টেবিলে বসে ব্যাকরণ বই পড়া অথবা সকাল সকাল পরীক্ষা দিতে যাওয়া, কোনোটি নিয়েই আর আপনাকে চিন্তা করতে হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বইগুলোর অধিকাংশই অনলাইনে সম্পূর্ণ ফ্রীতে পাওয়া যায়।
এই পোস্টে আমি অনলাইনে বিনামূল্যে পাওয়া যায় এমন কিছু বইয়ের তালিকা যোগ করেছি। বইগুলো আপনি সহজেই বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার বাসায় বসে নিয়মিত ইংরেজি অনুশীলন করতে পারবেন। প্রত্যেকটি বইয়েরই নির্দিষ্ট কিছু সুবিধা রয়েছে। আপনার শেখার চাহিদা বা দরকার অনুযায়ী যেকোনো বই আপনি বেছে নিতে পারবেন।
Download: This blog post is available as a convenient and portable PDF that you can take anywhere. Click here to get a copy. (Download)
একটি ইংরেজি ব্যাকরণ বই থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা নেয়া যায়
আপনার বাছাইকৃত কোনো ব্যাকরণ বই থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা নেয়া যায় সে ব্যাপারে কিছু টিপস নিচে দেয়া হলো।
- অধ্যায় ভিত্তিক পাঠগুলো চর্চা করুন। বেশীরভাগ ব্যাকরণ বইয়ের শুরুতে সাধারণত সহজ এবং প্রাথমিক নিয়মগুলো আলোচনা করা হয় এবং পরবর্তী অধ্যায়গুলো একটু একটু করে কঠিন হতে থাকে। ফলে বইটির সূচিপত্র দেখে দেখে ক্রমানুযায়ী অধ্যায়গুলো চর্চা করা একটি কার্যকর উপায় বলে প্রমাণিত হবে।
- প্রথমে নিয়ম বা সূত্রগুলো পড়ুন। নিয়মগুলো পড়া এবং বোঝার আগে কোনোভাবেই অনুশীলনী চর্চা করতে যাবেন না। নিয়মগুলো ঠিকভাবে বোঝার পর অনুশীলনী চর্চা শুরু করলে আপনার যেকোনো ধরণের ভুল হবার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে।
- বইয়ে যেসব উদাহরণ দেয়া আছে সেগুলো দেখে দেখে নিজে বাক্য গঠন করার চেষ্টা করুন। বইয়ের অধিকাংশ উদাহরণে প্রচলিত কিছু ভোকাবুলারি এবং ফ্রেজ ব্যবহার করা হয়। ফলে আপনি সেগুলোর গঠন পদ্ধতি মুখস্থ করে আপনার প্রতিদিনের কথোপকথনে ব্যবহার করতে পারবেন।
যেমন, বইয়ের মধ্যে আপনি এরকম কিছু উদাহরণ দেখতে পাবেন, “Can you tell me the way to the school?” এই বাক্যের প্রথম অংশটি আপনি মুখস্থ করে ফেলতে পারেন এবং বাক্যের পরবর্তী অংশের “school”-এর পরিবর্তে “bank” অথবা “restaurant” শব্দটিও ব্যবহার করে সেগুলোর অবস্থান জানতে পারেন। একইভাবে, কাউকে অন্য একটি জায়গার দিক-নির্দেশনা জিজ্ঞেস করার সময়ও আপনি এরকম বাক্য ব্যবহার করতে পারবেন।
- অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়েছেন কিনা তা বোঝার জন্য উত্তরপত্র দেখুন। ইংরেজি ব্যাকরণ বই কেনার সময় বইটির সাথে উত্তরপত্র আছে কিনা দেখে নিন। উত্তরপত্রে সকল অনুশীলনীর উত্তর দেয়া থাকে, ফলে আপনি সেগুলোর সাথে নিজের উত্তর মিলিয়ে দেখতে পারবেন।
উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছেন কিনা সে ব্যাপারে আপনার নিশ্চিত হতে হবে। অন্যথায় আপনার ভুলগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন না।
- সহায়ক হিসেবে FluentU-এর রিয়েল-ওয়ার্ল্ড ভিডিওগুলো ব্যবহার করুন। কোনো শব্দের উচ্চারণ, বলার ভঙ্গি অথবা প্রতিদিনের কথোপকথনের বিচিত্রতা শেখা বা বোঝার ক্ষেত্রে ব্যাকরণ বই খুব একটা কাজে আসে না। তাই আপনার উচিৎ হবে যতোটা সম্ভব নিজেকে ইংরেজি ভাষার সাথে সম্পৃক্ত রাখা। এক্ষেত্রে FluentU আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটি মাধ্যম হবে।
FluentU প্রকৃত কিছু ইংরেজি ভিডিও সরবরাহ করে। এর মধ্যে আছে সিনেমার ট্রেইলার, মিউজিক ভিডিও, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং আরও শিক্ষা সহায়ক উপকরণ। FluentU এগুলোকে ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহার উপযোগী ভাষা শিক্ষার পাঠে পরিণত করেছে। প্রতিটি ভিডিও-এর সাথে রয়েছে ইন্টারেক্টিভ সাব-টাইটেল, ফ্ল্যাশ-কার্ড, মজার মজার কুইজ এবং সম্পূর্ণ কিছু ট্রান্সক্রিপ্ট। এভাবে আপনি সহজাত ইংরেজি বক্তৃতা শুধু মুখস্থই করবেন না, বরং সেই সাথে আপনি সক্রিয়ভাবে সেগুলো রপ্তও করে ফেলবেন।
এই ভিডিওগুলো তাদের প্রকারভেদ এবং লার্নিং লেভেল অনুযায়ী সাজানো হয়েছে, ফলে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো বেছে নিতে পারবেন। ব্যাকরণের কোন বিষয়টি চর্চা করবেন তা নিয়ে কি আপনি বিভ্রান্ত? সার্চ বারে শুধু বিষয়টির নাম লিখুন। সাথে সাথে FluentU এই সংক্রান্ত ভিডিওগুলো আপনাকে দেখিয়ে দিবে। উদাহরণস্বরূপ, মজাদার এই সায়েন্স নিউজ ভিডিওতে আপনি ‘past tense’ সংক্রান্ত অনেক উদাহরণ পাবেন। ফ্রি FluentU ট্রায়ালের মাধ্যমে আপনি সকল ভিডিও এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিনামূল্যে দেখতে পারবেন। তাই ফ্রি ট্রায়ালের সর্বোচ্চ সুবিধা নিতে দেরী না করে আজই FluentU এর iOS কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে নিন।
বিনামূল্যে ডাউনলোড করার মতো ৭টি কার্যকর ইংরেজি ব্যাকরণ বই
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে হয়তো আপনি একজন নতুন শিক্ষার্থী, অথবা হয়তো আপনি পূর্বেই ইংরেজিতে উচ্চতর দক্ষতা অর্জন করেছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনার ইংরেজি ব্যাকরণের অবস্থা খুব একটা ভালো নয়। এই গ্রামার বইগুলোতে টেক্সটবুক এবং ওয়ার্কবুক উভয়ই রয়েছে, যা আপনাদের সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকর হবে।
ইংরেজি চর্চা শুরু করার জন্য কিছু বেসিক ব্যাকরণ বই
আপনি যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন এবং ব্যাকরণের প্রাথমিক বিষয়গুলো আপনার কাছে অজানা হয়ে থাকলে এই বই তিনটি আপনার অবশ্যই পড়ে দেখা উচিৎ।
English 4U
English 4U খুবই চমৎকার একটি ওয়েবসাইট। ইংরেজি ভাষা শিক্ষায় যারা নতুন তাদের জন্য এই ওয়েবসাইটে নানান রকম রিসোর্স রয়েছে। এখানে দুইটি ব্যাকরণ বই রয়েছে যা বিনামূল্যে ডাউনলোড করা যাবে। “Grammar Book 1” বইটি নতুন শিক্ষার্থীদের জন্য এবং “Grammar Book 2” একটি ফলো-আপ বই যা উচ্চতর শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে।
প্রথম বইটিতে সাধারণ এবং বেসিক কিছু ব্যাকরণের টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, plurals, simple tenses, articles, প্রশ্নাবলী ইত্যাদি। ইংরেজিতে কথোপকথনের ক্ষেত্রে যাদের প্রাথমিক বিষয়গুলো নিয়ে ঝামেলায় পরতে হয়, তাদের জন্য এটি একটি আদর্শ বই।
এই বইটিতে ১৬টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ই একটি সংক্ষিপ্ত পাঠের সাথে শুরু হয়, যার পরবর্তীতে কিছু অনুশীলনী রয়েছে যেগুলোর উত্তরও সেখানেই দেয়া আছে।
দ্বিতীয় বইটিতে তুলনামূলকভাবে একটু জটিল tense, irregular verbs এবং কিছু শব্দ রয়েছে যা আমাদের প্রায়ই ভুল হয়। এতে মোট ২০টি অধ্যায় রয়েছে।
Grammar Teacher
যারা ইংরেজি ভাষায় দক্ষ হতে চান তাদের জন্য Grammar Teacher ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এমনকি তাদের একটি ফ্রী ব্যাকরণ বইও আছে, যা আপনি সহজেই ডাউনলোড করে আপনার বন্ধুদেরও দিতে পারবেন। সবকিছুই আপনি বিনামূল্যে করতে পারবেন। একমাত্র শর্ত হচ্ছে আপনি এই বইটির কোনো অংশ বা যেকোনো নিয়ম পরিবর্তন করতে পারবেন না।
এই বইটির নাম হচ্ছে “English Grammar Secrets” বইটি মূলত tense বা ক্রিয়ার কালের সঠিক ব্যবহারকে কেন্দ্র করে বইটি তৈরি করা হয়েছে। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কিছু verb forms রয়েছে, যেমন- “will,” “can,” এবং “should”। ইংরেজি ভাষায় এগুলোর ব্যাপক ব্যবহার রয়েছে।
এই বইটির মাধ্যমে আপনি আরও কিছু প্রয়োজনীয় বিষয় শিখতে পারবেন। কাউকে কিভাবে প্রশ্ন করতে হয় অথবা কারো প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, অথবা সঠিক tense ব্যবহার করে কিভাবে কাউকে উইশ করবেন অথবা কারো প্রতি আপনার মনোভাব প্রকাশ করবেন, এই সব কিছুই এই বইটির মাধ্যমে আপনি শিখতে পারবেন। প্রতিটি অধ্যায় একটি সংক্ষিপ্ত পাঠ দিয়ে শুরু হয়। এরপর অধ্যায়ের শেষে কিছু অনুশীলনী দেওয়া হয় যেগুলো ওয়েবসাইটের গ্রামার কুইজের সাথে লিংক করা থাকে।
“Oxford Guide to English Grammar”
“Oxford Guide to English Grammar,” বইটির লেখক হচ্ছেন John Eastwood। এটি একটি কমপ্রিহেন্সিভ গ্রামার রেফারেন্স বুক যা সবসময় আপনার হাতের নাগালে রাখা উচিৎ। ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং সেগুলোর বিস্তারিত বর্ণনা এই বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজি ভাষার কাঠামো বা ব্যাকরণ জানার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর বই।
কিন্তু, এই বইটিতে কোনো অনুশীলনী নেই। এজন্য আমি এই বইটি শুধুমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি। উদাহরণস্বরূপ, পড়ার সময় কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো টপিকের আরো ভালো ব্যাখ্যা চান, তখন এই বইটিতে আলোচ্য টপিকটির বিস্তারিত দেখে নিন এবং এর উদাহরণগুলো অনুসরণ করুন।
তাছাড়া, এই বইটি আপনি অন্য কোনো ব্যাকরণ বইয়ের পাশাপাশিও ব্যবহার করতে পারেন। কোনো বিষয়ে আরও গভীর ব্যাখ্যা জানার জন্য অথবা আরও উদাহরণ দেখার জন্য এই বইটি ব্যবহার করুন।
ব্যাকরণ শেখার ক্ষেত্রে কর্মব্যস্তদের জন্য অনলাইন ব্যাকরণ বই
এই ব্যাকরণ বইগুলো PDF হিসেবে ডাউনলোড করা যায় না। এগুলো সরাসরি অনলাইনে পাওয়া যায় এবং অনলাইনেই পড়তে হয়। অর্থাৎ, আপনি আপনার সুবিধামতো যেকোনো সময়ে বা যেকোনো জায়গায় এই বইগুলোর বিভিন্ন অধ্যায় অনলাইন থেকেই বেছে নিতে পারবেন এবং সেখানেই পড়তে পারবেন।
Englishpage-এর অনলাইন ইংলিশ গ্রামার বুক
এই ওয়েবসাইটের গ্রামার টপিকগুলোর ইনডেক্সটি দেখার মাধ্যমে তাদের কমপ্লিট ক্র্যাশ কোর্সের ব্যাপারে ধারণা পাবেন। এই টপিকগুলো বর্ণানুক্রমে সাজানো আছে এবং আপনি আপনার ইচ্ছামতো যেকোনো জায়গা থেকেই পড়া শুরু করতে পারবেন। প্রতিটি টপিকের সাথেই কিছু সংখ্যক অনলাইন অনুশীলনী আছে, যেগুলোর মাধ্যমে আপনি ইংরেজি চর্চা এবং আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
তাদের ওয়েবপেজ-এর একদম উপরের অংশে নির্দিষ্ট কিছু টপিকের জন্য “গ্রামার টিউটোরিয়াল” আছে। এসব টপিকের মধ্যে রয়েছে verb এর tense, gerunds এবং conditionals। পাশাপাশি এগুলোর সাথে কিছু চার্ট এবং সচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্ন-উত্তর দেয়া আছে, যা আপনাকে এই টপিকগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
Education First-এর ইংলিশ গ্রামার গাইড
Education First-এর অত্যন্ত ভালো একটি গ্রামার গাইড রয়েছে। এখানে টপিকগুলো খুব সুন্দরভাবে parts of speech (nouns, adjectives, adverbs ইত্যাদি) অনুযায়ী সাজানো আছে। প্রাথমিকভাবে এই গাইডটি আমি কেবলমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহারেরই পরামর্শ দিচ্ছি। কারণ, এতে অনেক সহজবোধ্য সংজ্ঞা এবং সংশ্লিষ্ট উদাহরণ দেয়া আছে।
এই গাইডটিকে ওয়ার্কবুক নয়, বরং টেক্সটবুক হিসেবে ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি noun সম্পর্কে জানতে চান তাহলে এখানে noun এবং তাদের প্রকারভেদ সম্পর্কে অথবা capitalization-এর নিয়ম সম্পর্কে অথবা pronoun সম্পর্কেও জানতে পারবেন। এভাবে আপনি যেকোনো বাক্যে noun চিহ্নিত করতে পারবেন এবং পাশাপাশি সেগুলো কিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন তাও শিখতে পারবেন।
পারফেকশনিস্টদের জন্য গ্রামার বুক লিস্ট
উপরে উল্লেখিত ফ্রী ইংলিশ গ্রামার বইগুলো নিশ্চিতভাবে আপনার ইংরেজি ভাষার একটি ভিত্তি তৈরি করে দিবে। কিন্তু আপনি যদি মোটামুটি সবগুলোই চর্চা করে ফেলে থাকেন এবং আপনার দক্ষতা বৃদ্ধির জন্য নতুন কিছু চাচ্ছেন, তাহলে নিচের লিংকগুলো আপনার অনেক কাজে আসবে।
PDF Drive Database
ফ্রী ই-বুক ডাউনলোড করার জন্য PDF Drive অত্যন্ত কার্যকর একটি সার্চ ইঞ্জিন। এখানে অগণিত টপিকের উপর বই রয়েছে যার মধ্যে অসংখ্য গ্রামার বইও আছে। ওয়ার্কবুক, টেস্ট প্যাকেজ, কম্পোজিশন গাইড অথবা বিভিন্ন গ্রামার বিষয়ক বই, যেটাই আপনার প্রয়োজন হোক না কেন এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সবকিছুই পাবেন।
প্রাসঙ্গিকতা, জনপ্রিয়তা এবং পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী বইগুলোর তালিকা কমিয়ে আনতে পারবেন। এসবের পরও যদি আপনার মনে কোনো বিষয়ে বিভ্রান্তি থাকে তাহলে Oxford অথবা Longman-এর বইগুলো অনুসরণ করুন। তখন আপনার আর কিছু নিয়েই কোনো চিন্তা করতে হবে না।
ESL Pages-এর গ্রামার ওয়ার্কশীট
এই ওয়েবসাইটে দুইটি ফ্রী গ্রামার বই ডাউনলোড করার লিংক দেয়া আছে। এছাড়াও এখানে কিছু বইয়ের কথা বলা বলা আছে যেগুলো আপনি ক্রয় করতে পারবেন। উল্লেখিত এই বই দুইটির প্রত্যেকটিতে ১০০ এরও বেশী সংখ্যক ওয়ার্কশীট রয়েছে। যে সকল শিক্ষার্থী বেশী করে গ্রামার চর্চা করতে চায় তাদের জন্য এই বই দুইটি রাখা অত্যাবশ্যকীয়।
এই ওয়ার্কশীটগুলোতে বিভিন্ন ধরণের বহু সংখ্যক অনুশীলনী রয়েছে, যা মোটামুটি বেশ কয়েকদিনের জন্যই আপনাকে ব্যস্ত রাখবে। আপনি যদি পূর্বে বিভিন্ন গ্রামার বই পড়ে থাকেন আর এখন যদি নিজেকে যাচাই করতে চান, তাহলে এই ওয়ার্কশীটগুলো চর্চা করুন। চর্চার সাথে সাথে আপনার সময়ও ভালো কাটবে। এমনকি এগুলো আপনি কোনো স্টাডি গ্রুপেও ব্যবহার করতে পারবেন।
ইংরেজি শেখা যে সব সময় একটি ব্যয়বহুল কিংবা সময়সাধ্য বিষয় হতে হবে এমন কোনো কথা নেই। ইংরেজি শেখার জন্য ইন্টারনেটে অগণিত রিসোর্স রয়েছে। আপনাকে শুধু জানতে হবে যে সেগুলো কিভাবে খুঁজে পাবেন এবং যথাযথভাবে ব্যবহার করতে পারবেন। অন্যান্য ভাষার তুলনায় ইংরেজি গ্রামার বোঝা, শেখা এবং ব্যবহার করা অনেকটাই সহজ একটি বিষয়। এই বিষয়ে দক্ষতা অর্জন করলে আপনি পরবর্তীতে সহজেই ইংরেজি ভাষায় সাবলীল হয়ে উঠবেন। তাই আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, প্রতিদিন চর্চা করুন এবং অচিরেই দেখতে পাবেন ইংরেজি ভাষা আপনার আয়ত্তে চলে এসেছে।
অর্চিতা মিত্র একজন ফ্রিল্যান্স লেখিকা, জার্নালিস্ট, এডিটর এবং এডুকেটর। আপনি নির্দ্বিধায় তার ব্লগ দেখতে পারেন এবং ফ্রিল্যান্সিং/শিক্ষামূলক অনুসন্ধানের জন্য তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।