ইংরেজি-ভোকাবুলারি

দ্রুত হাজার হাজার শব্দ শেখার ৬টি ইংরেজি ভোকাবুলারি উৎস!

কেউ কেউ বলে যে ইংরেজি ভাষায় প্রায় ৬,০০,০০০ শব্দ রয়েছে

বাপরে!

দুশ্চিন্তা করছেন যে আপনি কখনোই ইংরেজিতে যোগাযোগ করার মত শব্দ শিখতে পারবেন না?

চিন্তার কোনো কারণ নেই।

ইংরেজি ভোকাবুলারি শিখতে হলে ৬,০০,০০০ ফ্ল্যাশকার্ডের কোনো স্তুপের দরকার নেই।

বরং, আপনি শব্দতালিকা, লেসন এবং বিভিন্ন অনুশীলনের মত ইংরেজি ভোকাবুলারির উৎসগুলো ব্যবহার করে দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আপনার দরকার পড়বে সেগুলো শিখতে পারবেন।

আমরা আপনাদের দেখাবো মজার এবং স্বাভাবিক উপায়ে ইংরেজি ভোকাবুলারি শেখার (এবং মনে রাখার) সেরা সব অনলাইন টুলগুলো

আপনার শব্দভাণ্ডারে শত শত– এমনকী হাজার হাজার শব্দ যুক্ত হয়ে যাবে, এবং সেটি আপনি বুঝে ওঠার আগেই।

শুধু মুখস্থ নয়! কীভাবে আসলেই ইংরেজি ভোকাবুলারি শিখতে পারবেন

ইংরেজিতে প্রচুর ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে, শুধুমাত্র শব্দের কিছু তালিকা এবং সংজ্ঞা মুখস্থ করাটা কার্যকর ভূমিকা পালন করে না।

বরং, আপনার কিছু নতুন শব্দ চর্চা করা দরকার যেগুলো আপনি সত্যি বোঝেন এবং সেগুলো দিয়ে কী বোঝায় তা মনে করতে পারেন।

  • প্রতিদিন আপনি যে শব্দগুলো শিখবেন সেগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন। এমনকী আপনার একটি নোটবুক সাথে নিয়ে ঘোরারও দরকার নেই- শুধুমাত্র Journey’র মত একটি জার্নালিং অ্যাপ ডাউনলোড করে নিন এবং আপনার মোবাইলেই ডায়েরি রাখুন।
  • একটি শব্দ আপনি কোথায় শিখলেন তা মনে রাখার চেষ্টা করুন। এটি একটু অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এটি আপনার স্মরণশক্তিকে শক্তিশালী করে তুলতে সহায়তা করতে পারে। যদি আপনি সব নতুন শব্দ ক্লাসরুমে শিখে থাকেন তবে এই পদ্ধতিটি হয়তো অত ভালো কাজ করবে না, কিন্তু আপনি যদি নিজে নিজেই ইংরেজি শিখে থাকেন এবং মিডিয়া বা প্রাত্যহিক জীবনের মাধ্যমে নতুন নতুন শব্দের মুখোমুখি হন তবে এই পদ্ধতিটি দুর্দান্তভাবে কাজ করবে।
  • যখন আপনি কোনো একটি শব্দ শিখবেন তখন সেটি জোরে জোরে উচ্চারণ করুন। এই পদ্ধতিটিও প্রতিটি শব্দকে মনে রাখতে আরও সাহায্য করবে, এবং এর সাথে সাথে বাস্তব জীবনে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনাকে প্রস্তুত করে তুলবে। আপনি আপনার উচ্চারণ Forvo এর মাধ্যমে যাচাই করে নিতে পারেন

কোন ইংরেজি শব্দগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ?

ভাষা শেখার ক্ষেত্রে একটি দারুণ পরামর্শ হলো যে শব্দগুলো আপনি সত্যি সত্যি ব্যবহার করবেন সেগুলো শেখা! যখন আপনি একটি ভাষা শেখা শুরু করবেন, তখন চিড়িয়াখানার সব প্রাণির নাম আপনার জানার দরকার নেই। বরং, সেই শব্দগুলো শিখুন যেগুলো আপনি সত্যিকার অর্থেই ব্যবহার করবেন!

কিন্তু কীভাবে আপনি বুঝবেন যে কোন শব্দগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো নিয়ে ভাবুন। যদি আপনি প্রায়ই রেঁস্তোরায় খাওয়া-দাওয়া করেন তাহলে কীভাবে মেন্যু থেকে খাবার অর্ডার করতে হয় তা আপনার শিখতে হবে এবং খাবার সম্পর্কিত গুরুত্বপূূর্ণ শব্দসমূহ মনে রাখতে হবে। এছাড়াও মুদি দোকানে কেনাকাটা সম্পর্কিত অথবা দোকানে যাওয়া সম্পর্কিত শব্দসমূহ জেনে রাখাও বুদ্ধিমানের কাজ।

যদি আপনি একজন ছাত্র হন, স্কুল সম্পর্কিত শব্দসমূহ শিখুন। যদি আপনি কর্মজীবী হয়ে থাকেন, আপনার কাজে যেসব শব্দ প্রায়ই ব্যবহৃত হয় সেগুলো শিখে ফেলুন।

এরপর আপনি আপনার শখ এবং আগ্রহের বিষয়গুলোর উপর মনোযোগ দেয়া শুরু করুন। আপনার প্রিয় কর্মকাণ্ডগুলো নিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করুন এবং আপনার মনেই হবে না যে আপনি পড়াশোনা করছেন।

যদি আপনি কথোপকথনের সাধারণ দক্ষতাগুলো অর্জন করতে চান তবে পরিবার বা বন্ধুদের নিয়ে কথা বলতে শেখা এবং কারো আগ্রহ এবং তার দিন কেমন কেটেছে জিজ্ঞাসা করতে শেখা একটি ভালো বুদ্ধি হতে পারে।

দ্রুত হাজার হাজার শব্দ শেখার ৬টি ইংরেজি ভোকাবুলারি উৎস!

এখন যেহেতু কীভাবে শুরু করতে হবে সে সম্পর্কে আপনার একটি ধারণা হয়েছে, সেহেতু আমরা এখন ভোকাবুলারি তৈরির জন্য কিছু অসাধারণ উৎস নিয়ে কথা বলবো যাতে আপনি আর কখনোই সঠিক শব্দের অভাবে আটকে না যান।

FluentU

ইংরেজি-ভোকাবুলারি

FluentU স্বাভাবিকভাবে এবং আনন্দ সহকারে ভোকাবুলারি শেখাতে নিখাঁদ ইংরেজি ভিডিও ব্যবহার করে থাকে। আপনি খুব সহজেই এমন সব ভিডিও খুঁজে বের করতে পারবেন যেগুলোর প্রতি আপনার আগ্রহ জন্মাবে, যেমন মুভি ট্রেইলার, মিউজিক ভিডিও, সংবাদ প্রতিবেদন, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আরও অনেককিছু।

ভিডিও দেখা সবসময়ই নতুন নতুন শব্দ শোনার জন্য দারুণ, কিন্তু FluentU শুধুমাত্র একটি ভিডিও প্লেয়ার নয়। এখানে প্রত্যেকটি ভিডিওর সাথেই ইংরেজি শিক্ষার্থীদের জন্য কিছু টুল রয়েছে।

উদাহরণস্বরূপ, এখানে রয়েছে সক্রিয়ভাবে অংশ নেয়ার মত সাবটাইটেল। আপনি জানেন না এমন যেকোনো শব্দে ক্লিক করুন, এবং FluentU নিজে থেকেই ভিডিওটি থামিয়ে দিয়ে আপনাকে একটি সংজ্ঞা দেখাবে এবং শব্দটি কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কিত কিছু উদাহরণ দেখাবে।

যখন আপনার একটি ভিডিও দেখা শেষ হয়ে যাবে, FluentU এ তখন আপনি পাবেন বিভিন্ন ফ্ল্যাশকার্ড এবং মজার মজার কুইজ যাতে আপনি যা শিখলেন তা আপনার মনে থাকে।

অন্য অর্থে, ইংরেজি ভাষীরা বাস্তবজীবনে যেভাবে ইংরেজি ব্যবহার করে ঠিক সেভাবেই আপনি ইংরেজি শিখবেন, কোনো একটি শব্দ বাদ পড়ে যাওয়ার ভয় ছাড়াই। এবং যেহেতু ভিডিওগুলো বিভিন্ন ধরন এবং পর্যায় (প্রাথমিক থেকে পরিণত) অনুযায়ী সাজানো, আপনার যে ভিডিওটি দরকার সেটি খুঁজে পাওয়া এখানে খুবই সহজ। ভাষা শেখার অভিজ্ঞতাকে হাতের মুঠোও রাখার জন্য FluentU এর রয়েছে আইওএস অ্যাপ এবং অ্যান্ডরয়েড অ্যাপ

যেহেতু আপনি প্রচুর মজা পাবেন সেহেতু আপনি যে শিখছেন তা আপনার একেবারেই মনে হবে না!

Education First’s English Vocabulary Lists

ইংরেজি-ভোকাবুলারি

Education First সবচেয়ে সহায়ক ইংরেজি শব্দগুলোর প্রতি জোর দেয়াকে সহজ করে দেয়। তারা বিভিন্ন ইংরেজি ভোকাবুলারির তালিকা দিয়ে থাকে যেগুলো একটি শব্দ কতটা প্রচলিত তার উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে বিভক্ত।

এই তালিকাগুলো দীর্ঘ কিন্তু অত্যন্ত কার্যকরী। সর্বপ্রথম তালিকাটি ইংরেজি ভাষার ১০০টি সবচেয়ে প্রচলিত শব্দকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও এখানে ৫০টি সবচেয়ে প্রচলিত adjective, noun এবং verb এর তালিকা রয়েছে।

এরপর থেকে তালিকাগুলো আরও দীর্ঘ হয়ে গিয়েছে, সুতরাং আপনি ১০০০টি এবং তারপর ৩০০০টি সবচেয়ে প্রচলিত শব্দ শেখার চেষ্টা করতে পারেন।

Education First এর ভাষ্যমতে যখন আপনি এই ৩০০০টি শব্দ জেনে যাবেন তখন আপনি ইংরেজি ভাষার অধিকাংশ অংশটুকুই বুঝতে পারবেন

Business English Site’s Workplace English Vocabulary Lists

ইংরেজি-ভোকাবুলারি

Business English তাদের জন্য উপযুক্ত যারা ইংরেজিময় পরিবেশে কাজ করে থাকেন বা কাজ করার পরিকল্পনা করছেন। এখানে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ইংরেজি শব্দের বেশ কিছু তালিকা রয়েছে

তালিকাগুলো খুব সহজভাবে শুরু হয় কিন্তু যত আপনি যত এগোতে থাকবেন সেগুলো ততই জটিল হতে থাকে। কিছু তালিকার সাথে বুঝতে সুবিধার জন্য ছবি রয়েছে। আবার কিছু রয়েছে যেগুলো একটি কুইজের মত সাজানো হয়েছে।

এখানে বিভিন্ন চাকরি যেমন, অ্যাকাউন্টিং, মেডিকেল এবং কম্পিউটার সম্পর্কিত চাকরির জন্য তালিকা রয়েছে। একদম শেষে, কিছু তালিকা রয়েছে যেগুলো আপনাকে বিশেষ কিছু বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে, যে বিষয়গুলো হয়তো আপনার কাজের সময় দরকার হতে পারে।

উদাহরণস্বরূপ, ইংরেজিতে কীভাবে ভালো সাক্ষাৎকার দিতে হয় অথবা কীভাবে চাকরি সংক্রান্ত চুক্তিসমূহ বুঝতে হয় তা আপনি শিখতে পারবেন।

“What Do People Do All Day?”

“What Do People Do All Day” কাজ সম্পর্কিত ইংরেজি শব্দগুলো জানার আরেকটি অসাধারণ উৎস। এই উৎসটি এই তালিকার অন্য উৎসগুলো থেকে একটু আলাদা। সত্যিকার অর্থে এটি একটি শিশুতোষ বই, কিন্তু তা সত্ত্বেও এটি দারুণ সব শব্দে পরিপুর্ণ!

বইটির লেখক, রিচার্ড স্কারি, বিভিন্ন কাজ এবং প্রত্যেকটি কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দসমূহ নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি পরিবহনের বিভিন্ন মাধ্যম এবং শহর সম্পর্কিত শব্দগুলো শেখান।

পুরো বইটিই ছবিতে পরিপূর্ণ, সুতরাং আপনি প্রত্যেকটি শব্দের অর্থ মনে রাখার জন্য ছবিগুলো ব্যবহার করতে পারবেন।

ESOL Courses’ English Vocabulary Lessons

ইংরেজি-ভোকাবুলারি

এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের অসংখ্য শব্দতালিকা এবং লেসন। এগুলো পরিষ্কারভাবে কাঠিন্যের বিভিন্ন পর্যায় অনুযায়ী সাজানো যাতে আপনি পড়তে পড়তে নিজের পর্যায় উন্নত করতে পারেন। আপনার শেখায় সাহায্য করার জন্য এখানে অনেকগুলো তালিকাতেই ছবি রয়েছে এবং এগুলোর প্রত্যেকটি সরল ধরনের এবং অনুসরণ করতে সহজ।

লেসনগুলোর অধিকাংশই সহজ শব্দসমূহের তালিকা, যেগুলোর সাথে প্রায়ই ছবি অথবা অডিও সংযুক্ত থাকে। এছাড়াও, এখানে সক্রিয়ভাবে অংশ নেয়ার মত বিভিন্ন লেসন এবং কুইজ রয়েছে।

এখানে এমন সব বিষয়ের উপর জোর দেয়া হয় যেগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন। যেমন, আপনি কোথায় থাকেন সে সম্পর্কিত ভোকাবুলারি অথবা কলেজে যাওয়ার প্রস্তুতি সম্পর্কিত ভোকাবুলারি শিখবেন।

ConversationExchange

ইংরেজি-ভোকাবুলারি

ConversationExchange এমন একটি সাইট যেটি ভাষাশিক্ষার্থীদের সংযুক্ত করে। আপনি এখানে একজন ইংরেজি ভাষীকে খুঁজে পেতে পারেন যিনি হয়তো আপনার মাতৃভাষা শিখছেন, এবং তারপর হয়তো তার সাথে সরাসরি বা ভিডিও চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন।

এখানের মূল উদ্দেশ্য হলো অর্ধেক সময় ইংরেজিতে কথা বলা এবং বাকি অর্ধেক সময় আপনার মাতৃভাষায় কথা বলা, যাতে দুইজনই চর্চা করার সুযোগ পায়।

এই পদ্ধতিটি আপনি যে শব্দগুলো শিখলেন সেগুলো চর্চার দারুণ একটি উপায়, কিন্তু এর সাথে সাথে এটি নতুন নতুন শব্দ শেখারও একটি সুযোগ। কোনো সন্দেহ ছাড়াই আপনার ইংরেজি ভাষী বন্ধুটি এমন কিছু শব্দ ব্যবহার করবে যেগুলো আপনি কখনোই শোনেননি। কখনোই তাকে শব্দগুলো ব্যাখ্যা করতে এবং ধীরে ধীরে উচ্চারণ করতে বলতে ভয় পাবেন না। এবং এরপর নিজে নিজে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন।

শুরু করার জন্য এখানে Conversation Topics নামে একটি সহায়ক পেইজ রয়েছে। আপনি এবং আপনার ভাষা শেখার বন্ধু যতই একটি বিষয় থেকে অন্য বিষয়ে যেতে থাকবেন ততই আপনারা একজন আরেকজনকে নতুন নতুন শব্দ শেখাতে পারবেন।

 

ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন নতুন শব্দ শেখা, এবং এটি আপনি যেরকম ভাবছেন তার চেয়েও সহজ হতে পারে। বিভিন্ন শব্দতালিকা, লেসন, অ্যাপ এবং অনুশীলনের মাধ্যমে নতুন নতুন ইংরেজি শব্দ শিখুন। নতুন নতুন শব্দ ব্যবহার করে চর্চা করুন এবং শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করুন এবং খুব দ্রুতই আপনি যেকোনো পরিস্থিতিতে ইংরেজি বুঝতে এবং বলতে সক্ষম হবেন।

Enter your e-mail address to get your free PDF!

We hate SPAM and promise to keep your email address safe

Close